আজ ২৯ মার্চ ‘বঙ্গবন্ধু’ ওরফে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত একটি কনসার্টের
আয়োজন করেছে। যার নাম ‘ক্রিকেট
সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’। মিরপুর স্টেডিয়ামের
পূর্ব-গ্যালারিকে পেছনে রেখে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। জানা গিয়েছে, এই মঞ্চেই গান গাইবেন এ আর রহমান ও তাঁর দল। তার
জন্য লেখা হয়েছে নতুন গান। ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে ওই অনুষ্ঠান।
আরও পড়ুন: 'জাডার শারীরিক অবস্থা নিয়ে মজা সহ্য করা আমার পক্ষে কঠিন ছিল', চড় মেরে কি আদৌ অনুশোচিত স্মিথ?
আরও পড়ুন: নিরাপত্তারক্ষীর সঙ্গে তুমুল অশান্তি উরফির, পাপারাত্জিদের হয়ে খুললেন মুখ
জানা গিয়েছে, আজ বিকেল পাঁচটা থেকে সাড়ে ছ'টা পর্যন্ত অনুষ্ঠানের প্রথম পর্বে গান গাইবেন
মমতাজ ও মাইলস। তারপর ওই অনুষ্ঠানে উপস্থিত হবেন বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সন্ধ্যা
সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত প্রায় ২০০ শিল্পী নিয়ে সংগীতানুষ্ঠান করবেন এ আর
রহমান। গতকাল মিরপুর স্টেডিয়ামে গোটা
অনুষ্ঠানের মহড়াতেও দিয়ে নিয়েছেন তিনি। সন্ধ্যা থেকে প্রায় মাঝরাত অবধি চলেছে এই মহড়া।
সূত্রের খবর, রাত সাড়ে আটটার দিকে মহড়ায় যোগ দেন এ আর রহমান। সেখানে
'জয় হো'-এর মতো নিজের বেশ কিছু জনপ্রিয় গান গেয়েছেন তিনি। জানা
যাচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি নতুন দুটি গান
নিবেদন করবেন গায়ক। গান দুটি লিখেছেন জুলফিকার রাসেল। এদিন
মহড়া-মঞ্চে দেখা যায় প্রখ্যাত শিল্পী হরিহরণকেও। মহড়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের কয়েকজন শীর্ষ কর্তা। দেখা গেছে গীতিকবি জুলফিকার রাসেল ও কণ্ঠশিল্পী টিনা
রাসেলকে।