চড়াম চড়াম ঢাক বাজিয়ে, ভোটারদের নকুলদানা খাইয়ে,
নজরবন্দি অবস্থায় ইলেকশন কমিশনকে ঘোল খাইয়ে আচমকা গাড়ি নিয়ে ‘উধাও’ হয়ে গিয়ে নিজের ডাকসাইটে বিশেষণটি পুরোদমে
বজায় রেখে এসেছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এবার বাংলার বুকে ‘কে হবে কোটিপতি’ প্রশ্নের উত্তরে উঠে আসছে একটাই নাম,
অনুব্রত মণ্ডল। লটারিতে এক কোটি টাকা জিতেছেন তিনি।
অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। সোমবার দুপুরে প্রকাশিত হয়
ডিয়ার লটারির ফলাফল। সেখানে দেখা যায় কেষ্ট’র ভাগ্যেই এসেছে এক কোটির
বাম্পার পুরস্কার। এই খবরে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন সকলে। নাম তো বটেই, মিলে গিয়েছে লটারির অফিশিয়াল ওয়েবসাইটে বিজেতার নামের সঙ্গে থাকা ছবিও।
আরও পড়ুন: প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ
আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে ফের শহরে শীতের আমেজ
এ কেমন করে সম্ভব! বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল সভাপতি
শেষ পর্যন্ত লটারি কাটছেন? এ বিষয়ে অনুব্রত সংবাদমাধ্যমে কিছুই
জানাননি। যদিও তিনি নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন মোটেই তিনি কোটিপতি হননি। যতসব
ভুলভাল। প্রশ্ন উঠছে এখানেই। অনুব্রত মণ্ডল যদি সত্যিই এক কোটি টাকা না জিতে থাকেন
তাহলে নাম ও ছবি মিলল কীভাবে?
নিন্দুকের মুখে ছাই দিয়ে অনেকে আবার বলছেন আহা! কেষ্টদা
যাই বলুন না কেন, হতেই পারে তিনি নিয়মিত লটারির টিকিট
কাটেন। যতই তিনি ঘাসফুলের অনুব্রত হন না কেন, আর পাঁচটা
লোকের মতো কি তাঁর লটারির টিকিট কাটার সাধ থাকতে নেই নাকি? যাই
হোক, আপাতত কেষ্ট পেল লটারি ধরেই এগিয়ে চলা যাক।