হাসি-মজা-খেলার মাধ্যমে অন্তিম সপ্তাহে উপনীত হয়েছে কৌন
বনেগা ক্রোড়পতি সিজন ১৩। আগেই জানান হয়েছিল কেবিসির এই শেষ সপ্তাহ হতে চলেছে তারকা
খচিত। সেই মতই বৃহস্পতিবার কেবিসি সিজন ১৩-র অতিথি প্রতিযোগী হিসেবে হাজির ছিলেন ‘বাধাই
হো’ তারকা নীনা গুপ্তা এবং গজরাজ রাও। তাঁদের সঙ্গেই মজার
ছলে আলাপচারিতায় দাম্পত্যের ব্যাপারে এক গোপনীয় তথ্য ফাঁস করে বসলেন কেবিসি’র সঞ্চালক। অমিতাভ বচ্চনের এই স্বীকারোক্তিতেই তাজ্জব দর্শকমহল। কিন্তু কী
এমন বললেন বিগ বি?
সম্প্রতি সোনি টিভির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে
কেবিসির একটি প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হট সিটে বসেও বিগ বি’কেই কিউ কার্ড বের করে একের পর
এক প্রশ্ন করে চলেছেন নীনা গুপ্তা। সেই র্যাপিড ফায়ার রাউন্ডে নীনা অমিতাভকে
জিজ্ঞাসা করেন, ‘আপনার
কাছে এতদিনের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র কোনটা?’ সবিনয়ে
অমিতাভের জবাব, ‘দেখুন আমার কাছে প্রতিটা সিনেমাই কিন্তু
নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে।’ এতেও ছাড়া পান না! নীনা ঘুরিয়ে
প্রশ্ন করেন, ‘আর যদি কোনও ছবিকে ফিরিয়ে দিতে হত, তাহলে কোনটা দিতেন?’ তাতে বিগ বি-র জবাব, ‘আগে তো ছবির অফার পাই’!
আরও পড়ুন: সলমন থেকে রণবীর, ভিক্যাটের রিসেপশনে আসতে হলে মানতে হবে একটি শর্ত
আরও পড়ুন: অনুষ্কার ছেড়ে যাওয়া স্থান পূরণে নতুন মুখ
তারপরেই একেবারে ধারালো প্রশ্নবানে বিদ্ধ করেন বচ্চন
স্যারকে। নীনা জানতে চান, ‘কোনও দিন কী নিজের সঙ্গীর থেকে কিছু
লুকিয়ে রাখার জন্য মিথ্যে কথা বলেছেন?’ বেফাঁস প্রশ্ন দেখে
কেবিসি-র সঞ্চালক এবার ফোকাস করেন গজরাজকে। তিনি বলেন, ‘আমি
উত্তর দেওয়ার আগে আপনি দিন, পিছনেই তো বসে আছে’! (দর্শকের সিটে বসে থাকা গজরাজ রাও-র স্ত্রী কে উদ্দেশ্য করে) একথা শুনে ত
স্পিকটি নট গজরাজ।
অতঃপর ঝুলি থেকে বেড়ালটা বের করেই ফেললেন শাহেনশাহ। তিনি
হাসতে হাসতে নীনাকে বলেন, ‘দেখুন ব্যাপারটা হল, প্রতিদিন আমাকে মিথ্যে কথা বলতে হয়!’ বিগ বি’র এই কথা শুনে নীনা হাসি চেপে রাখলেও, হেসে খুন
গজরাজ। বিগ বি’র এই কথা বেশ ভালই মনে ধরেছে গজরাজের, টা বোঝাই গেল। পাশাপাশি অমিতাভের কথা শুনে দর্শক মহলেও হাসির রোল ওঠে।
russell westbrook shoes
Jan 30, 2022 09:17 [IST]lebron shoes
Jan 28, 2022 06:22 [IST]kevin durant shoes
Jan 26, 2022 02:38 [IST]giannis antetokounmpo shoes
Jan 23, 2022 20:48 [IST]chrome hearts online store
Jan 18, 2022 20:45 [IST]kobe
Jan 15, 2022 09:40 [IST]supreme clothing
Jan 14, 2022 02:37 [IST]bape hoodie
Jan 12, 2022 16:34 [IST]paul george shoes
Jan 10, 2022 03:15 [IST]hermes online
Jan 07, 2022 15:16 [IST]