দীর্ঘ প্রতিক্ষার অবসান, মুক্তি
পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এই ছবিটি মূলত একটি ফ্যান্টাসি
ফিকশন ও মাল্টিস্টারার সিনেমা। কে নেই এখানে! মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট,
রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, নাগার্জুনা আক্কিনেনি, ডিম্পল কাপাডিয়া, মৌনী রায়। ২০১৪ সালে ছবির কথা ঘোষণা করার পর থেকেই ভক্তরা ব্রহ্মাস্ত্র’র
জন্য অধীর আগ্রহে অপেক্ষমাণ।
তবে জানা যাচ্ছে, আগামী ১৫ ডিসেম্বর দিল্লিতে বেশ
জাঁকজমক করেই হতে চলেছে 'র ‘রণালিয়া’
জুটির এই প্রথম ছবির মোশন পোস্টার লঞ্চ অনুষ্ঠান। আর এই খবরেই বেজায়
উত্তেজিত দর্শকরগণ। এবার সেই আঁচকে এরও একটু
উস্কে দিলেন বলিউডের ‘শাহেনশাহ’। সম্প্রতি টুইট করে 'ব্রহ্মাস্ত্র'তে রণবীরের লুক শেয়ার করলেন অমিতাভ বচ্চন। ‘বিগ বি’র
শেয়ার করা ওই মোশন পোস্টারে রণবীরের লুক দেখেই কার্যত হইচই শুরু হয়েছে নেটপাড়ায়।
আরও পড়ুন: এক উত্তরে বাজিমাত ভারতকন্যা মিস ইউনিভার্সের
আরও পড়ুন: ভিকির সঙ্গে বিশেষ মুহূর্তে অঙ্কিতার জীবনে ফিরল সুশান্তের স্মৃতি
সেই মোশন পোস্টারে দেখা
যাচ্ছে আগুনের ঝলকানির মাঝে অনাবৃত
ঊর্ধ্বাংশে দু'পাশে দু'হাত ছড়িয়ে
দাঁড়িয়ে রয়েছেন রণবীর। ব্যাকগ্রউন্ডে জলদমন্দ্র স্বরে ' শেষের
শুরু'র ঘোষণা করেছেন অমিতাভ। পোস্টের সঙ্গে ক্যাপশনে ‘বিগ
বি’ লিখেছেন, 'শেষপর্যন্ত সবার সঙ্গে আমাদের
ব্রহ্মাস্ত্র-র যাত্রাপথের গল্প ভাগ করা শুরু করতে পারলাম'।
২০১৪ সালে প্রথম এই ছবির
কথা ঘোষনা করা হয়। বলা হয়েছিল, ২০১৬
সালে শুরু হবে ছবির কাজ। কিন্তু দু-বছর পিছিয়ে ২০১৮ সালে শুরু হয় ছবির প্রোডাকশন। তারপর
গত তিন বছর ধরে নানা কারণে পিছোতে থাকে রণবীর-আলিয়া জুটির ‘ব্রহ্মাস্ত্র’
মুক্তির তারিখ। অবশেষে ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে আসতে চলেছেন রণলিয়া
জুটি। এই নিয়েই এখন প্রবল উত্তেজিত দর্শককুল।