করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। এর মধ্যেই
আগাম সতর্কতা স্বরূপ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে অক্ষয় নিজে
টুইট করে এই খবর জানান। একইসঙ্গে অনুরাগীরা যেভাবে তাঁর সুস্থতা কামনা করেছেন, তার জন্য ধন্যবাদ জানান ৫৩ বছর বর্ষীয় অভিনেতা।
জানা গিয়েছে, কোভিডে আক্রান্ত হওয়ায়
সাবধানতা অবলম্বন করতেই অক্ষয় কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে অক্ষয়
কুমার নিজেই এক বিবৃতি মারফত করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।
সোমবার সকালে টুইট করে অভিনেতা বলেন, ‘সকলকে ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা বার্তা ও প্রার্থনা মনে হচ্ছে কাজে আসছে।
আমি ভালো আছি কিন্তু আগাম সতর্কতা স্বরূপ, চিকিৎসকের পরামর্শ
মেনে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। আমি আশা করছি দ্রুত বাড়ি ফিরে যাব’।
‘রাম সেতু’ ছবির শুটিং করতে গিয়েই
কি কোভিড আক্রান্ত হয়েছেন অভিনেতা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে
সেখানে কোভিড বিধি মেনেই কাজ চলছিল বলে জানা গিয়েছে। এখন জানা যাচ্ছে, অভিনেতার আগামী ছবি 'রাম সেতু'-র ৪৫ জন সদস্যেরও কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
সোমবার থেকেই মুম্বইয়ের একটি নতুন লোকেশনে ছবির শ্যুটিং
শুরু হওয়ার কথা ছিল। নিয়ম মতো যেকোনও নতুন লোকেশনে ছবির শ্যুট করতে গেলেই কোভিড
টেস্ট করা বাধ্যতামূলক। সেইমতো ‘রাম সেতু’র মোট
১০০ জন কলাকুশীলর কোভিড টেস্ট করানো হয়। দেখা যায় তাঁর মধ্যে ৪৫ জনেরই রিপোর্ট
পজিটিভ এসেছে।