আবার ফিরছেন বব বিশ্বাস। সেই ‘কাহানি’তে ‘নমস্কার, এক মিনিট…’
ছোট্ট একটি বাক্য। আর তাতেই শিরদাঁড়া বেয়ে নেমেছে ঠান্ডা স্রোত।
ভয়ে কেঁপেছেন, খারাপ লেগেছে, জমেছে
ঘৃণাও, তবুও ‘বব বিশ্বাস’কে ভোলেননি মানুষ। ৯ বছর পেরিয়ে গিয়েছে ‘কাহানি’র পর। সুজয় ঘোষের কালজয়ী সিনেমায় পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছিল সেই
ভয়ঙ্কর সিরিয়াল কিলারের। এবার নতুন ‘বব বিশ্বাস’ অভিষেক বচ্চন(Abhishek Bachchan)। তিনি সুজয় নন, ফিরছেন সুজয়-কন্যা দিয়া
অন্নপূর্ণা ঘোষের হাত ধরে জি ফাইভে আসছে এই ছবি।
কিছুদিন আগে যখন ‘বব
বিশ্বাস’-এর ট্রেলার মুক্তি পেল তখন যে অভিষেককে দেখা গিয়েছে
তাঁর গাল ফোলা, বেশ নাদুস নুদুস চেহারার। মাচো ভাব যেন
একেবারে উধাও। কেন এমন অবস্থা জুনিয়র বচ্চনের? আসলে ‘বব
বিশ্বাস’-এর শ্যুটিং চলাকালীন হয়ে যায় লকডাউন। ফলে বন্ধ করে
দিতে হয় ছবির শ্যুটিং। এদিকে শ্যুটিং যখন শুরু করেছেন তখন তিনি গালফোলা। লকডাউনে
তো ওজন কমবে বই বড়বে না। কিন্তু লকডাউন উঠলেই যে আবার শ্যুটিং। ওজন তো ধরে রাখতেই
হবে। ফলে কলকাতার রসগোল্লা, রাজভোগ অমন লোভনীয় মিষ্টিও খেতে
পারেননি অভিষেক। পাছে মিষ্টি খেলে আরও ওজন বেড়ে যায়।
আরও পড়ুন: পুনম-শার্লিন পর্ন বানাতেন নিজেরাই, জানালেন রাজ
আরও পড়ুন: আমির বসছেন বিয়ের পিঁড়িতে, পাত্রীর নাম ঘিরে জোর জল্পনা বি টাউনে
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক
বচ্চন জানিয়েছেন, সুজয় এবং দিয়া প্রস্থেটিক মেক আপ করতে চেয়েছিলেন। রাজি হননি
অভিষেক। অভিষেক বলেন, ‘শ্যুটিংয়ের সময় ওজন ১০০ থেকে ১০৫ কেজি
হয়ে গিয়েছিল। যদি আপনি ববের মুখটা ঠিক করে দেখেন, দেখবেন
পুরো মুখটা গোল এবং গালগুলো ফোলা ফোলা। যদি গালে প্রস্থেটিক কিছু ব্যবহার করা হত,
তাহলে সেটাকে কৃত্রিম দেখাত।”
‘বব বিশ্বাস’-এর প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। আগামী ৩ ডিসেম্বর
ছবিমুক্তির দিন ঠিক হয়েছে। অভিষেক বচ্চন ছাড়াও এই সিনেমায় থাকবেন চিত্রাঙ্গদা সিং,
কাঞ্চন মল্লিক, দিতিপ্রিয়া রায় সহ একাধিক
কলাকুশলী।