বব বিশ্বাস(Bob Biswas) ফিরছেন, তবে শাশ্বত চটয়োপাধ্যায়ের হাত ধরে নয়,
এবার বব হয়ে আসছেন অভিষেক। ‘কাহানি’তে ‘নমস্কার, এক মিনিট…’
ছোট্ট একটি বাক্য। আর তাতেই শিরদাঁড়া বেয়ে নেমেছে ঠান্ডা স্রোত।
ভয়ে কেঁপেছেন, খারাপ লেগেছে, জমেছে
ঘৃণাও, তবুও ‘বব বিশ্বাস’কে ভোলেননি মানুষ। ৯ বছর পেরিয়ে গিয়েছে ‘কাহানি’র পর। সুজয় ঘোষের কালজয়ী সিনেমায় পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছিল সেই
ভয়ঙ্কর সিরিয়াল কিলারের। এবার সুজয়ের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষের হাত ধরে আবার
ফিরছেন বব।
‘বব’-এর জনপ্রিয়তা এতটাই যে এই চরিত্রটিকে নিয়েই আস্ত একটি সিনেমা বানাচ্ছেন
দিয়া। এর আগে এক সাক্ষাৎকারে ‘কাহানি’
পরিচালক নিজেই জানিয়েছেন পরিচালনার সময়ে শ্বাশত নয়, বরং
অভিষেককেই এই চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব দিয়েছিলেন সুজয়। তবে তখন
অভিষেকের পক্ষে তা সম্ভব হয়নি। তাই প্রস্তাব যায় শাশ্বত’র
কাছে। শাশ্বত’র জায়গা কি নিতে পারবেন অভিষেক, তা নিয়ে চলছে জোড় চর্চা। কারও মতে অভিষেক উন্নত মানের অভিনেতা, তিনি এই চরিত্রের মান রাখবেন। আবার কারও মতে শাশ্বৎ ছাড়া বব বিশ্বাসের
চরিত্রে অন্য কাউকে ভাবাই যায় না। নতুন বব বিশ্বাস পুরনো বব বিশ্বাস সম্পর্কে কী
ধারণা রাখেন তা সম্প্রতি সামনে এসেছে।
আরও পড়ুন: টুইঙ্কল-কাজলের সংসারের গোপন কাহিনি ফাঁস
আরও পড়ুন: নিজেকে 'সবচেয়ে শক্তিশালী মহিলা' বললেন কঙ্গনা রানাউত
কিছুদিন আগে সুজয় ঘোষের থেকে তাঁর
দিয়া অন্নপূর্ণাকেই এগিয়ে রেখেছিলেন জুনিয়র বচ্চন। তাঁর বক্তব্য ছিল মাত্র ২৬ বছর
বয়সে দিয়া যা করেছে তা ‘কাহানি’তে সুজয়ও
পারেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ্যায় সম্পর্কে ভুড়ি ভুড়ি প্রশংসা
করেছেন অভিষেক। ‘কাহানি’-তে সর্বসাকুল্যে
আট মিনিট পর্দায় এসেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। ওতেই বাজিমাত। কেউ ভুলতে পারেনি বব
বিশ্বাসকে। অভিষেকের মতে, অত কম সময়ে দর্শকদের মনে যা ছাপ
শাশ্বত রেখেছেন তা অবিশ্বাস্য।
তবে বব বিশ্বাসের চরিত্রে অভিনয়
করার সময়ও কিন্তু ‘কাহানি’ দেখে উঠতে
পারেননি অভিষেক। বরং লকডাউনে তাঁর কাহানি দেখা। সেই সময় দিয়ার ছবির শুটিং প্রায়
শেষের পথে। অভিষেক আরও জানিয়েছেন লকডাউনের সময়েই প্রথমবার তিনি 'কাহানি' ছবিটি দেখেছেন। 'বব
বিশ্বাস' এর শ্যুটিং তখন প্রায় শেষের দিকে।