রাজ্য সরকারের পেনশন গ্রাহকদের জন্য এল সুখবর। করোনা আবহে
এ যেন খানিক স্বস্তিও। রাজ্যের লক্ষাধিক পেনশন গ্রাহককে আর লাইন দিয়ে ব্যাঙ্ক থেকে
টাকা তুলতে হবে না। এবার থেকে চাইলে অনলাইনেই পেনশন তুলতে পারবেন গ্রাহকরা।
এতদিন পর্যন্ত রাজ্য সরকারি পেনশন ভোগীদের টাকা তুলতে গেলে
পে-স্লিপ বা চেক ব্যবহার করতে হতো। এটিএম থেকে টাকা তোলার সুবিধা থেকে বঞ্চিত হতেন
তাঁরা। এবার থেকে রাজ্যের পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপকরা এটিএম কার্ডের
মাধ্যমে টাকা তো তুলতে পারবেনই, পাশাপাশি পাবেন অনলাইন ব্যাঙ্কিংয়ের
সুযোগও। রাজ্যের অর্থ দফতরের সচিব মনোজ পন্থ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি মারফৎ এই
তথ্য সর্বসমক্ষে এনেছেন। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই মূলত এই পদক্ষেপ নিয়েছে
সরকার। এর ফলে উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ পেনশনভোক্তা।
আরও পড়ুন: প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ
আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে ফের শহরে শীতের আমেজ
এক্ষেত্রে যারা পেনশন পাচ্ছেন তাঁদের এবার যে ব্যাঙ্কে
পেনশন অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে এটিএম কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের জন্য আবেদন
জানাতে হবে। আবেদনপত্রের সঙ্গে দিয়ে দিতে হবে মোবাইল নম্বরও। মোবাইল নম্বর
আবশ্যিক। নাহলে এই সুবিধা পাওয়া যাবে না। যারা নম্বর দিতে পারবেন না তাঁদের জন্য
থাকছে ব্যাঙ্কে লাইন দিয়ে পেনশন তোলার পুরনো পন্থাই।